Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Recent Activities

ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিঃ (ওজোপাডিকো)

(বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান)

     স্মার্ট প্রি- পেমেন্ট মিটার ব্যবহার করি, ডিজিটাল বাংলাদেশ গড়তে সহযোগিতা করি
     বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ, ইহা ব্যবহারে সাশ্রয় হই এবং বিদ্যুতের খরচ বাঁচাই

 

  • স্মার্ট প্রিপেমেন্ট মিটার শর্ট সার্কিট জনিত দূর্ঘটনা রোধ করে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার নিরাপদ রাথে।
  • আপনার পরিবারের বাজেট অনুযায়ী বিদ্যুৎ ব্যাবহারে সাশ্রয়ী হওয়া যায়।
  • ঘরে বসেই স্মার্ট প্রিপেমেন্ট মিটারে মোবাইল এ্যাপস এর মাধ্যমে রিচার্জ করা যায়।
  • মিটার প্রতিস্থাপনের সময় প্রতি গ্রাহককে অপারেটিং ম্যানুয়্যাল প্রদান করায় গ্রাহকগন সহজেই বিদ্যুৎ ব্যাবহারের প্রদ্ধতি সম্পর্কে জানতে পারেন।
  • মিটারে ব্যালান্স শেষ হয়ে গেলে তাৎক্ষনিকভাবে মিটার হতে ১০০/-(একশত ) টাকা অগ্রিম ব্যালান্স নেয়া যায় ফলে বিদ্যুৎ বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই।
  • নিট বিদ্যুৎ বিলের উপর ১% রিবেট দেয়ায় গ্রাহকগন লাভবান হয়।
  • স্মার্ট প্রিপেমেন্ট মিটার ব্যবহার করলে বিদ্যুৎ বিলের বিলম্ভ মাশুল থাকবে না।
  • সাপ্তাহিক ছুটি , সরকারী ছুটির দিনে এবং অফিস সময়ের পরে ( বিকাল ৪.00 টা থেকে পরদিন সকাল ১০.00 টা পর্যন্ত মিটারে ব্যালান্স না থাকলেও বিদ্যুৎ